চাচার ঘুষিতে ভাতিজা নিহত

ঘর বানানোকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে সালামত (৩৪) নামে এক ব্যক্তি তার চাচা কাউছারের ঘুষিতে নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সালামত চাঁদপুর জেলা জজ আদালতের এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। গত ছয় মাস আগে তিনি বিয়ে করেছেন।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘আজ সকালে সালামত ঘর বানানোর জন্য ভিটাতে বালু ভরাটের কাজ শুরু করেন। ওই সময় তার চাচা কাউছার এলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাউছার সালামতের পেটে ঘুষি মারেন। প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সালামত। এরপর তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. তামীম বলেন, ‘হাসপাতালে আনার আগেই সালামতের মৃত্যু হয়েছে।’
সালামতের বাবা রবিউল আলম বলেন, ‘কাউছার আমাদের সঙ্গে কোনো কথা না বলে রমজান মাসে আমার ছেলেকে এভাবে মেরেছে। সে আর বেঁচে থাকতে পারল না। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।’
এ বিষয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুছ বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশের একটি দল কাউছারকে আটকের জন্য ঘটনাস্থলে গেছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আটকের চেষ্টা চলছে।’