চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ ১৩ ডাকাত গ্রেপ্তার

চাঁদপুরে বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১৩ ডাকাত। ছবি : এনটিভি
চাঁদপুরে বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ ১৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। শনিবার সন্ধ্যায় মতলব উত্তর মেঘনা নদীর এখলাছপুর এলাকা থেকে ডাকাতি শেষে ফেরার পথে তাদের গ্রেপ্তার করা হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, নৌ পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে গেলে ডাকাতদল হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫০ রাউন্ড গুলি বর্ষণ করে ও অস্ত্রসহ ১৩ ডাকাতকে গ্রেপ্তার করে।
এসময় ডাকাত দলের কাছ থেকে দুটি পাইপগান, চার রাউন্ড কার্তুজ, রামদা, কিরিচ, ছুরি, লোহার রড, ২৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩৩টি বাটন ফোনসহ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সংবাদ: ডাকাত
০৪ মার্চ ২০২৩
০৮ নভেম্বর ২০২২
২৭ সেপ্টেম্বর ২০২২