চট্টগ্রামে শর্টসার্কিটে আগুনের ঘটনায় গৃহবধূর মৃত্যু
চট্টগ্রামের আকবর শাহ এলাকায় শর্টসার্কিটের আগুনে একই পরিবারের নারী-শিশুসহ ৯ সদস্য দগ্ধের ঘটনায় গৃহবধূ পিয়ারী বেগমের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে আকবর শাহ থানার বিশ্বাসপাড়ার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ড ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন।
এসআই মো. আমির হোসেন জানান, আহত ৯ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসন্তানসহ ৯ জন আহত হন। এঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় পিয়ারী বেগমের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ মিজানুর রহমানের শরীরের ৩৬ শতাংশের বেশি পুড়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।