গাজীপুরে ট্রাকের পেছনে ধাক্কা, পিকআপের হেলপার নিহত

গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকায় ট্রাকের পেছনে ধাক্কার পর একটি পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এতে পিকআপের হেলপার নিহত ও দুজন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পোড়াবাড়ির ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ হেলপারের নাম ইমন (১৮)। তাঁর বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সারোয়ার হোসেন ও স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে ঢাকাগামী সবজিবাহী একটি পিকআপ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালকের পাশে থাকা ইমনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং তাঁর দেহ পিকআপে আটকে থাকে। এ দুর্ঘটনায় আহত হয় আরো দুজন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপের সামনের অংশ কেটে ইমনের লাশ উদ্ধার করে।
এসআই সরোয়ার হোসেন আরো জানান, লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।