খাগড়াছড়িতে ১৪০ কচ্ছপ জব্দ, পরে অবমুক্ত

খাগড়াছড়ি জেলার রামগড়ে ১৪০টি কচ্ছপ জব্দ করেছেন ৪৩ বিজিবি সদস্যরা। ছবি : এনটিভি
খাগড়াছড়ি জেলার রামগড়ে অভিযান চালিয়ে চোরাকারবারিদের কাছ থেকে ১৪০টি কচ্ছপ জব্দ করেছেন ৪৩ বিজিবির সদস্যরা। আজ শনিবার সকালে কচ্ছপগুলো জব্দ করা হয়। পরে কচ্ছপগুলো নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, রামগড় ব্যাটালিয়নের আওতাধীন কয়লার মুখ চেকপোস্টে আজ সকাল ১০টার দিকে একটি মাহেন্দ্রগাড়ি তল্লাশি করেন বিজিবি সদস্যরা। এ সময় তিনটি বস্তায় ১৪০টি কচ্ছপ জব্দ করে। পরে কচ্ছপগুলো রামগড় জোন সদরে নিয়ে যাওয়া হয়।
আজ বিকেলে ৪৩ বিজিবির কর্মকর্তারা জব্দকৃত কচ্ছপগুলো ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ফেনী নদীতে অবমুক্ত করেন।
বিভিন্ন সাইজের জব্দকৃত কচ্ছপগুলো চট্টগ্রামের নাজিরহাট নেওয়া হচ্ছিল বলে জানায় বিজিবি।