কিছুদিন পর আমাদের আর বিদেশি ঋণ থাকবে না : অর্থমন্ত্রী

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আজ বুধবার ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি : এনটিভি
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কিছুদিন পর আমাদের আর বিদেশি ঋণ থাকবে না। তখন আমরাই আবার অন্যদেরকে ঋণ দিতে পারবো।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আজ বুধবার ভার্চুয়ালি আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়নি। অনেকগুলো পারসপেক্টিভ দেখে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। প্রয়োজনেই আমাদের ঋণ নিতে হয়। কিছুদিন পর আমাদের ঋণ নিতে হবে না। আমরা তো বলেছিলাম ঋণ দেবো। আমি আবারও বলি আমরা ঋণ দিতে পারবো।
আইএমএফের কাছে ঋণের বিষয়ে চিঠির প্রসঙ্গ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে আমাদের আলাপ-আলোচনা চলছে। আইএমএফের টিম এখানে আছে। আমরা চেয়েছি তারা আমাদের সক্ষমতা দেখুক। তারা বাংলাদেশকে ঋণ দেবে, সে জন্য তাদের সুযোগটা দিয়েছি।