কারাগারে নারীসঙ্গ : প্রত্যাহার হওয়া জেলার পুনরায় দায়িত্বে

কাশিমপুর কারাগারে হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদকে এক নারীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে কাশিমপুর-১-এর সাবেক জেলার নূর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহার করা হয়েছিল। এক বছর না পার হতেই সেই প্রত্যাহার আদেশ তুলে নিয়েছে কারা অধিদপ্তর। জেলার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাগুরা জেলা কারাগারের।
গত ২৫ জানুয়ারি কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি-প্রিজন্স) এ এস এম আনিসুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে ঢাকার কারা অধিদপ্তর থেকে তাঁকে মাগুরায় পাঠানোর তথ্য জানানো হয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রত্যাহার করে ঢাকার কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল নূর মোহাম্মদ মৃধাকে।
সে সময় অতিরিক্ত আইজি প্রিজনস আবরার হোসেনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে নারী সম্পৃক্ততার সঙ্গে একজন ডেপুটি জেলারসহ তিন জনের কথা জানতে পারে কমিটি। পরে ওই বছরের ফেব্রুয়ারিতেই তাঁদের প্রত্যাহার করে কারা কর্তৃপক্ষ।
প্রত্যাহার হওয়া তিনজন হলেন, ডেপুটি জেল সুপার মোহাম্মদ সাকলাইন, সার্জেন্ট আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমান।
গত মঙ্গলবার সেই প্রত্যাহার আদেশ থেকে মুছে গেল নূর মোহাম্মদ মৃধার নাম। তাঁকে জেলার করে পাঠানো হয়েছে মাগুরায়। একই অফিস আদেশে মাগুরা জেলা কারাগারের অনুকূলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ সংযুক্ত রীতেশ চাকমাকে স্থায়ীভাবে ওই কারাগারের জেলার হিসেবে আদেশ দেওয়া হয়েছে।