কর্মহীন-দুস্থ মানুষের মধ্যে তাসাউফ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

করোনা পরিস্থিতেতে অসহায় ও কর্মহীন পাঁচ শতাধিক মানুষের মধ্যে ঈদে উপহার হিসেবে বিভিন্ন ধরনের পোশাক বিতরণ করেছে তাসাউফ ফাউন্ডেশন।
গত ২৭ রমজান সামাজিক দূরত্ব বজায় রেখে রাজধানীর মহাখালী এলাকায় এসব বস্ত্র বিতরণ করা হয়।
‘তাসাউফ ফাউন্ডেশন’ করোনার বর্তমান পরিস্থিতে নিজস্ব অর্থায়নে প্রথম রমজান থেকে প্রতিদিন ৫০০ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ রমজান পাঁচ শতাধিক মানুষের মধ্যে ঈদে উপহার হিসেবে পোশাক বিতরণ করেছে। এসব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে শিশু, কিশোর-কিশোরী, বিভিন্ন বয়সের নারী-পুরুষের মধ্যে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, সালোয়ার, কামিজ, ফ্রক বিতরণ করেছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ শাহাদত হুসাইন সবার উদ্দেশে বলেন, ‘মানবতাকে আলিঙ্গন করতে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু একটি নির্ভেজাল মন ও উপলব্ধি।’ তিনি আরো বলেন, ‘আজ আমরা প্রতিটি মানুষের জীবন বাঁচানোর যুদ্ধে লড়াই করছি। এ যুদ্ধে সবার অংশগ্রহণ প্রয়োজন। যার যা সামর্থ্য আছে তা নিয়ে যদি এগিয়ে আসি তবেই এ যুদ্ধে সফল হব।’
তবে এ দুর্যোগ মোকাবিলায় প্রতিটি মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
মানব কল্যাণের অঙ্গীকার নিয়ে ‘তাসাউফ ফাউন্ডেশন’র যাত্রা শুরু হয়েছে ২০১০ সালে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ শাহাদত হুসাইনের সুযোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠালগ্ন থেকে মানব কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছে। যেকোনো প্রাকৃতিক ও মানবিক দুর্যোগে ফাউন্ডেশনের সদস্যরা সব সময় নিজের আর্থিক সহযোগিতায় মানুষের সেবায় এগিয়ে আসেন।
ফাউন্ডেশনের সারা দেশে প্রায় পাঁচ হাজার সদস্য রয়েছে। দীর্ঘ ১০ বছর ধরে ফাউন্ডেশনটি মানুষের মধ্যে আত্মশুদ্ধি জাগরণের জন্য নৈতিক শিক্ষা দিয়ে আসছে। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আলো বিতরণের জন্য সংগঠনের রয়েছে অনেক কর্মসূচি।