করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ বুধবার বিকেলে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে পৌঁছান। কিছু পরেই তাঁকে টিকা দেওয়া হয়। ছবি : মোহাম্মদ ইব্রাহিম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
আজ বুধবার রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বিকেল ৪টা ১২ মিনিটে খালেদা জিয়া এ টিকা নেন।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ বুধবার বিকেলে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে পৌঁছান। কিছু পরেই তাঁকে টিকা দেওয়া হয়। ছবি : মোহাম্মদ ইব্রাহিম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন। ২৭ এপ্রিল তাঁকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৪ দিন পর ১৯ জুন তিনি গুলশানের বাসায় ফেরেন। একমাস পর ১৯ জুলাই তিনি করোনা টিকার প্রথম ডোজ নেন।