করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর পেল ৫০ কোটি টাকা

দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ ও চিকিৎসার জন্য আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরকে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বরাদ্দ অর্থের মধ্যে চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের জন্য ৪৫ কোটি ৫১ লাখ ৭৫ হাজার, প্রকাশনার জন্য এক কোটি ৯৮ লাখ ২৫ হাজার এবং কেমিক্যাল রি-এজেন্টের জন্য আড়াই কোটি টাকা দেওয়া হয়েছে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) গত রোববার নিশ্চিত করে যে দেশে করোনাভাইরাস আক্রান্ত তিন রোগী শনাক্ত হয়েছে।
সংস্থাটি বুধবার জানায়, রোগীদের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠছে।
এদিকে, দেশের বিভিন্ন জেলায় বেশ কিছু মানুষকে ‘হোম কোয়ারেন্টাইন’ করে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
চীন থেকে সংক্রমিত হওয়া নতুন করোনাভাইরাস থেকে সৃষ্ট ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে আজ বুধবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ২৯৯ জনে দাঁড়িয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুসারে, বাংলাদেশসহ বিশ্বের ১১৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত এক লাখ ১৯ হাজার ২২৫ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৬৬ হাজার ৫৬৯ জন পুরোপুরি সুস্থ হয়েছে এবং ৪৮ হাজার ৩৫৭ জন চিকিৎসাধীন রয়েছে।