ওয়ালটন ডে উপলক্ষে সিলেটে শোভাযাত্রা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা

সিলেটে ওয়ালটন ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আট বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। ছবি : এনটিভি
ওয়ালটন ডে উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া আট বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে নগরীর সোবহানীঘাট এলাকার ওয়ালটন প্লাজা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ফিতা কেটে শোভাযাত্রাটির উদ্ধোধন করেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।
এর আগে আট বীর মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন বিক্রয় বিভাগের বিভাগীয় প্রধান ইমরোজ হায়দার খান, সিলেট দক্ষিণ এরিয়ার ব্যাবস্থাপক সুমন রায় চৌধুরী, ব্যাবস্থাপক সুজন কর্মকার প্রমুখ।
সংশ্লিষ্ট সংবাদ: ওয়ালটন
২৮ নভেম্বর ২০২২
১৬ আগস্ট ২০২২
২৮ জুলাই ২০২২