উপনির্বাচন : মান্দা উপজেলায় আওয়ামী লীগের জয়

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোল্লা এমদাদুল হক। ছবি : সংগৃহীত
নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৮০ হাজার ১৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোল্লা এমদাদুল হক (নৌকা)। ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই বর্জনের ঘোষণা দেওয়া বিএনপির প্রার্থী মোখলেছুর রহমান পেয়েছেন ১৪ হাজার ১২৫ ভোট।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান এ ফলাফল ঘোষণা করেন।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯৭৬ জন। এর মধ্যে ভোট পড়েছে ৯৪ হাজার ২৬১টি। এই হিসেবে ভোট পড়েছে ৩১ দশমিক ৩১ শতাংশ।
আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
সকালে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি ছিল খুবই কম। বেশিরভাগ বুথে কোনো ভোটার ছিল না। মাঝেমধ্যে দু-একজন ভোটার আসছেন এবং ভোট দিচ্ছেন।