উদীচী ট্র্যাজেডি : বিচার হয়নি ২১ বছরেও

আজ ৬ মার্চ। যশোরের উদীচী হত্যাযজ্ঞের ২১তম বার্ষিকী। ১৯৯৯ সালের এই দিনে মধ্যরাতে যশোর টাউন হল ময়দানে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিনের অনুষ্ঠানে ভয়াবহ দুটি বোমা বিস্ফোরণে প্রাণ হারান ১০ জন সাংস্কৃতিক কর্মী ও দর্শক। আহত হন দুই শতাধিক নারী-পুরুষ।
নির্মম এ হত্যাযজ্ঞের পর ২১ বছর পার হলেও আজও এ ঘটনায় দায়ীদের বিচার করা সম্ভব হয়নি। ২০০৬ সালের ৩০ মে যশোরের বিশেষ ট্রাইব্যুনালে এ মামলার রায়ে সব আসামি খালাস পেয়ে যান। যশোরের পাবলিক প্রসিকিউটর এম ইদ্রিস আলী জানান, পরে সরকারপক্ষ হাইকোর্টে আপিল করলে আসামিদের পুনরায় আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন হাইকোর্ট। মামলার ২৩ আসামির মধ্যে ২০ জন নিম্ন আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন। বাকি তিন আসামি মারা গেছেন। এ অবস্থাতেই মামলাটি এখন গতিহীন অবস্থায় আছে।
এদিকে, উদীচী হত্যাকাণ্ডের ২১ বছরেও বিচার না হওয়ায় তা নিয়ে ক্ষোভ বিরাজ করছে উদীচীসহ যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ তাঁরা দিনটি স্মরণ করছেন।