অবৈধ সম্পদের অভিযোগে তিতাসের কর্মকর্তা ও স্ত্রীর নামে মামলা
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিরা হলেন- তিতাসের স্টেশন কন্ট্রোল শাখার এসওডি (এমডি) অপারেশন বিভাগের ব্যবস্থাপক মো. মহিদুর রহমান এবং তাঁর স্ত্রী সাফিয়া শাহানা।
দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার আজ মঙ্গলবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
আরিফ সাদেক জানান, মামলায় ওই দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি দুই লাখ ৯০ হাজার ৯৬১ টাকার সম্পদ অর্জন এবং কমিশনের জমা দেওয়া সম্পদ বিবরণিতে এক কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৬৬৮ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়, মহিদুর রহমান তাঁর অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দিতে স্ত্রী সাফিয়া শাহানার নামে সম্পত্তি কিনেছেন। দুদকের অনুসন্ধানে সাফিয়া শাহানার নামে ঢাকার গুলশানে দেড় কাঠা জমিতে একটি ছয়তলা বাড়ি, খিলগাঁও এলাকায় আধা কাঠা জমি, ঢাকার দক্ষিণখানে দুই কাঠা জমি, বারিধারায় একটি ফ্ল্যাট ও টাঙ্গাইলের নাগরপুরে ৩৭ শতাংশ জমি থাকার তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া গাজীপুরের কুনিয়া এলাকায় জ্যারোমা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের ৩৩ দশমিক ৩৩ শতাংশ মালিকানা, একই এলাকায় যমুনা সিএনজি স্টেশনের (ইউনিট-২) ৪৫ শতাংশ মালিকানা তাঁর নামে রয়েছে বলে অনুসন্ধানে তথ্য পেয়েছে দুদক।
এজাহারে আরও বলা হয়, এসব সম্পত্তি কিনতে সাফিয়া শাহানা তাঁর স্বামীর অবৈধভাবে উপার্জিত আয় থেকে দুই কোটি দুই লাখ ৯০ হাজার ৯৬১ টাকা ব্যবহার করেছেন।