ভলভোর নতুন গাড়ি ‘ভি৪০’
বিশ্বখ্যাত অটোমোবাইল ব্র্যান্ড ভলভোর নতুন সংস্করণের গাড়ি আসছে ভারতে। ভলভো অটো ইন্ডিয়া দিনকয়েক আগে এনেছে নতুন সংস্করণের বিলাসবহুল গাড়ি ভি৪০। ইন্ডিয়া টিভি নিউজের খবরে জানা গেল, এই গাড়ির দাম পড়বে প্রায় ২৮ লাখ রুপি।
শুধু দিল্লির এক্সক্লুসিভ শোরুমে এই দামে মিলবে ভলভোর এই নতুন গাড়ি। গাড়িটি দুটি সংস্করণে ক্রেতাদের জন্য বাজারজাত করছে ভলভো ইন্ডিয়া। ২৪ লাখ ৭৫ হাজার রুপিতে ‘ভি৪০ কাইনেটিক’ এবং ‘ভি৪০ আর’ পাওয়া যাবে ২৭ লাখ ৭০ হাজার রুপিতে। এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে ভলভো অটো ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক টম ভন বন্সডর্ফ বলেন, “‘ভি৪০’ এমন একটি মডেল, যা ডিজাইনে রাজকীয়। অন্যান্য সুবিধা, প্রযুক্তি আর নিরাপত্তার হিসেবে গাড়িটি দারুণ আভিজাত্যের নিশ্চয়তা দেয়। ভারতের বাজারে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে এই গাড়ি যথাযথ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।”
ভলভোর পক্ষ থেকে জানানো হয়, গাড়িটিতে নতুন কিছু প্রযুক্তির পাশাপাশি নিরাপত্তা আর সহায়তাকারী বেশ কিছু ফিচার সংযোজন করা হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধেই এই নতুন সংযোজন।
‘ভি৪০’-এর দুটি গাড়ি মিলিয়ে মোট পাঁচ মডেলের বিলাসবহুল গাড়ি বিক্রি করে থাকে ভলভো অটো ইন্ডিয়া। অন্যগুলো হচ্ছে ‘এস৬০’, ‘এক্সসি৬০’, ‘এক্সসি৯০’। দিল্লি ছাড়াও গুরগাঁও, আহমেদাবাদ, সুরাট, মুম্বাই, চণ্ডীগড়, হায়দরাবাদ, ব্যাঙ্গালোর, কোচি, বিশাখাপত্তম এবং পুনেতে পাওয়া যায় ভলভোর গাড়ি।