পাকিস্তানের আকাশসীমা আবারও উন্মুক্ত

Looks like you've blocked notifications!

পাকিস্তান সরকার আজ মঙ্গলবার বেসামরিক বিমান চলাচলের জন্য তাদের আকাশসীমা পুনরায় পুরোপুরি খুলে দিয়েছে। ভারতের সাথে যুদ্ধ বেঁধে যাওয়ার অবস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে কয়েক মাস আগে দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল।

সরকারি সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) জানায়, সব ধরনের বেসামরিক বিমানের জন্য পাকিস্তানের আকাশ অবিলম্বে উন্মুক্ত হচ্ছে।

সিএএর একজন মুখপাত্র ভারতীয় সীমান্ত সংলগ্ন পূর্বাঞ্চলের আকাশ খুলে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেন।

চলতি বছর ফেব্রুয়ারিতে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশে হামলা পাল্টা হামলার ঘটনার পর ইসলামাবাদ তার আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। এর ফলে ভারতসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে সমস্যা তৈরি হয়।