আপনার জিজ্ঞাসা

পাঁচ ওয়াক্ত নামাজে ৪-৫টি সুরা ঘুরিয়ে-ফিরিয়ে পড়া যাবে?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ মতিউল ইসলাম।

আপনার জিজ্ঞাসার ২২৮৭তম পর্বে পাঁচ ওয়াক্ত নামাজে চার-পাঁচটি সুরা ঘুরিয়ে-ফিরিয়ে পড়া যাবে কি না, সে বিষয়ে নাটোর থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন রেবেকা সুলতানা। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : পাঁচ ওয়াক্ত নামাজে চার-পাঁচটি সুরা ঘুরিয়ে-ফিরিয়ে পড়া যাবে কি?

উত্তর : এতে নামাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করার চেষ্টা করুন এবং যতটুকু পড়বেন, ততটুকু জানার চেষ্টা করবেন যে কী পড়তেছি বা কী বলতেছি। আর চার-পাঁচটা সুরার মধ্যে সীমাবদ্ধ না রেখে ৩০তম পরা মুখস্থ করে নিন। এতে নামাজ পড়ে আত্মতৃপ্তি অনুভব করবেন। চার-পাঁচটা সুরা দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে; কিন্তু নামাজের মধ্যে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা, কোরআনের নতুন জায়গা থেকে তিলাওয়াত করা, এগুলো উত্তম।