মেসির অষ্টম আশ্চর্য
ফুটবল বিশ্বে ব্যক্তিগত অর্জনের দিক বিবেচনায় অন্যতম বড় পুরস্কার ব্যালন ডি’অর। ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় এটিকে। প্যারিসের থিয়েটার দ্যু শ্যাটেলেটে বাংলাদেশ সময় সোমবার (৩০ অক্টোবর) দিনগত রাত ২টায় ঘোষণা করা হয় এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন লিওনেল মেসি। রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জেতেন তিনি। ২০০৯ সালে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন মেসি। এরপর তারই রাজত্ব চলতে থাকে। বার্সেলোনার জার্সিতে টানা তিনটি ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। ২০২১ এ জেতেন ফরাসি ক্লাব পিএসজির জার্সিতে। আর এবার জিতলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে। ছবি : এএফপি

১ / ৭

২ / ৭

৩ / ৭

৪ / ৭

৫ / ৭

৬ / ৭

৭ / ৭