গুগল আইওর আদলে বাংলাদেশে গুগল আইও এক্সটেনডেড সম্মেলনের আয়োজন করে গুগল ডেভেলপারস গ্রুপ (জিডিজি) সোনারগা। আইও এক্সটেনডেড বাংলাদেশের প্রচার সহযোগী হিসেবে রয়েছে এনটিভি অনলাইন। বুধবার রাজধানীর ধানমণ্ডির ইএমকে সেন্টারে দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় জিডিজি সোনারগা এর আয়োজনে গুগল আইও এক্সটেনডেড। এতে বক্তব্য রাখেন, ‘লেটস ইট’ এর প্রধান নির্বাহী আরিফুর রহমান, ‘জুমশেপার’-এর প্রধান নির্বাহী কাওসার আহমেদ, হেড অব এনটিভি অনলাইন ফকরউদ্দীন জুয়েল, স্টুডিওপিক্সেল ঢাকার প্রধান নির্বাহী তানবীন আমিন, অ্যাজুলেশন ইঞ্জিনিয়ার্স ও সফটওয়্যার এর মেহেদি হাসান ও জিডিজি সোনারগায়ের কমিউনিটি ম্যানেজার ইশতিয়াক রেজা। ছবি : সাইফুল সুমন