আংটিবদল করছেন সন্দীপ্তা সেন
টলিউডের অভিনেত্রী সন্দীপ্তা সেন। তাঁর প্রথম ধারাবাহিক ‘দূর্গা’। এতে ‘দুর্গা’ চরিত্রে অভিনয়ের জন্য ২০০৯ ও ২০১০ সালে টেলি সম্মান অ্যাওয়ার্ড পান এই অভিনেত্রী। এরপর ২০১৪, ২০১৫ ও ২০১৭ সালেও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে টেলি সম্মান অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। গেল সোমবার প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজ় ‘বোধন ২’-এর ট্রেলার। আগামী ৭ ডিসেম্বর সন্দীপ্তার বিয়ে। তার আগে ২ ডিসেম্বর পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে আংটিবদল অনুষ্ঠান। পাত্র বাংলার প্রথম সারির এক ওটিটি প্ল্যাটফর্মের কর্মকর্তা সৌম্য মুখোপাধ্যায়।

১ / ১১

২ / ১১

৩ / ১১

৪ / ১১

৫ / ১১

৬ / ১১

৭ / ১১

৮ / ১১

৯ / ১১

১০ / ১১

১১ / ১১