কদম ফুলকে বলা হয় বর্ষার দূত। রূপসী তরুর অন্যতম রূপবতী হলো কদম ফুল। আষাঢ়ের শেষে গাছে গাছে সবুজ পাতার ডালে ফুলটি পাখা মেলতে শুরু করেছে। রাজধানীর শাহবাগ এলাকায় কদম গাছ থেকে পেরে ফুল বিক্রেতারা এই ফুল ১৫-২০ টাকায় বিক্রি করছেন। আজ বুধবার ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা