ডাকসু নির্বাচন

বাংলাদেশ ছাত্র মৈত্রীর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

Looks like you've blocked notifications!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। আজ রোববার বেলা ২টার দিকে মধুর ক্যান্টিনে  সংবাদ সম্মেলনে ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতা-কর্মীদের উপস্থিতিতে  এ প্যানেল ঘোষণা করা হয়।

ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল।

ডাকসু নির্বাচনে সহ সভাপতি পদে নির্বাচন করবেন রাসেল শেখ। সাধারণ সম্পাদক পদে সনম সিদ্দিকী শিতি এবং সহ সাধারণ সম্পাদক পদে আছেন সানজীদা বারী।

এ ছাড়া স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে মোফাজ্জেল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আরাফাত রহমান, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে এমিলি শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আশরাফুল বিন শফি রাব্বি,  সাহিত্য সম্পাদক পদে আয়েজীদ ইসলাম হিমু, সংস্কৃতি সম্পাদক পদে সাকিব সাদেকিন, ক্রীড়া সম্পাদক পদে তানজিরুল ইসলাম তুহিন, ছাত্র পরিবহন সম্পাদক পদে রহমতুল্লাহ বাহাদুর, সমাজসেবা সম্পাদক পদে লুৎফুল হাসান সাগর।

এ ছাড়া সদস্য পদে নির্বাচন করছেন মো. ফয়সাল, অনিন্দ্য আদিত্য, জুয়েল রানা, মণীষা রায়, মারুফ কায়সার, আহাম্মদ সানি, সুমনা সুলতানা, হামিদ খান ভাসানী, মোহাম্মদ ইয়াছিন, আরমান মোহাম্মদ সাজ্জাদ, এস এম শাহ জনি, এস. রায়হান, মো. হানিফ শেখ।