জাকসু নির্বাচনের দাবিতে গানের মিছিল

Looks like you've blocked notifications!
গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বৃহস্পতিবার গানের মিছিল করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। ছবি : এনটিভি

গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে গানের মিছিল করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাফেটেরিয়া, সমাজবিজ্ঞান অনুষদ, শহীদ মিনার, নতুন কলাভবন, পুরাতন রেজিস্ট্রার ভবন ঘুরে জাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা ‘আমাদের সংগ্রাম চলবেই’, ‘জয় বাংলা, বাংলার জয়’, ‘ও আলোর পথযাত্রী’, ‘মুক্তির মন্দির’, ‘ঢেউ উঠছে কারা টুটছে’, ‘দুর্গম গিরি কান্তার মরু’ গানগুলো পরিবেশন করেন।

মিছিল শেষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দেয় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। স্মারকলিপিতে অবিলম্বে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানায় তারা।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান জানান, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য দীর্ঘদিন থেকেই আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট আজকের এই কর্মসূচি পালন করে।