কুমিল্লায় হাসপাতালের ল্যাবে আগুন, দগ্ধ ১

Looks like you've blocked notifications!
কুমিল্লা নগরীর ঝাউতলা মুন হাসপাতালের প্যাথলজি বিভাগে গতকাল শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : এনটিভি

কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের এক নারীকর্মী অগ্নিদগ্ধ হয়েছেন। এ ছাড়া আগুনের আতঙ্কে হাসপাতালের সিঁড়ি বেয়ে নামতে গিয়ে আরো অন্তত ১০ জন আহত হয়। 

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নগরীর ঝাউতলা মুন হাসপাতালের প্যাথলজি বিভাগে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্যাথলজি বিভাগের অগ্নিদগ্ধ কর্মীর নাম মাকছুদা আক্তার (২৩)।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে হাসপাতালের নয়তলার প্যাথলজি বিভাগের একটি ল্যাবে সেন্ট্রিফিউজ মেশিনে শর্টসার্কিটের ফলে মুহূর্তেই দরজা-জানালার পর্দায় আগুন ধরে যায়। এ সময় ল্যাবে থাকা কর্মী মাকসুদা আক্তার দগ্ধ হন। এ ছাড়া ল্যাবের কিছু যন্ত্রপাতিও বিনষ্ট হয়। চিকিৎসরা জানিয়েছেন, মাকসুদার শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মী বলেন, ‘আমাদের হাসপাতালে ইউরিন টেস্ট করার জন্য একটা সেন্ট্রিফিউজ মেশিন আছে। ওই মেশিনে শর্টসার্কিট হওয়াতে (আগুন লেগে যায়), আমি ছিলাম ওইখানে। সাথে সাথে ফায়ারের ওইটা (অগ্নিনির্বাপক যন্ত্র) মারাতে সাথে সাথে নিভা গেছে।’

এদিকে অগ্নিকাণ্ডের আতঙ্কে হাসপাতালের নয়তলা থেকে হুড়াহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হন।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।  কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলমগীর হোসেন জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।