শেরপুরে মাজারের ওরসে চা পানে ১৪ জন অসুস্থ

Looks like you've blocked notifications!
শেরপুরের নকলা উপজেলার রানী শিমূল এলাকার পীর হাকিম উদ্দিন ফকিরের মাজারে চা পান করে ১৪ জন অসুস্থ হয়ে পড়েন। ছবি : এনটিভি

শেরপুরের নকলা উপজেলায় স্থানীয় মাজারের ওরসে বানানো চা পান করে ১৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ওই চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে নকলার রানী শিমুল এলাকার পীর হাকিম উদ্দিন ফকিরের মাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রানী শিমুল এলাকার জনৈক মনেজ আলী কয়েক বছর ধরে স্থানীয় হাকিম উদ্দিন ফকিরের কবরকে মাজার বানিয়ে ওরস করে আসছিলেন। মঙ্গলবার রাতে ওরস উপলক্ষে মাজারের খাদেম আবদুস সাত্তার চা বানান। বেশ কয়েকজন স্থানীয় লোক সেই চা পান করে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিবর রহমান জানান, সম্ভবত চায়ের মধ্যে কিছু মেশানো হয়েছে। যার ফলেই ওই ১৪ জন অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নকলা উপজেলা কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান বলেন, ‘আমি বিষয়টি জেনে ঘটনাস্থলে গিয়েছি। আমার সঙ্গে পুলিশ কর্মকর্তারাও ছিলেন। তারা আলামত সংগ্রহ করেছেন। এসব আলামত পরীক্ষা করলেই বোঝা যাবে কী কারণে তারা অসুস্থ হয়েছিলেন।