ইঁদুরের ফাঁদে বিদ্যুৎ, কলেজছাত্রের মৃত্যু

Looks like you've blocked notifications!

পিরোজপুর সদর উপজেলায় ইঁদুর মারার ফাঁদ বিদ্যুতায়িত হয়ে আজিজুল হক ইমন নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। একই ঘটনায় আরো দুই ব্যক্তি আহত হন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব জুজখোলা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আজিজুল গ্রামের শহিদুল ইসলাম শেখের ছেলে। আহত দুজন একই গ্রামের মজিবুর রহমান শেখ ও আল আমীন শেখ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. রফিক হাওলাদার জানান, গতকাল রাতে শীতকালীন পাখি শিকারের জন্য ইমনসহ চারজন গ্রামের মাঠ দিয়ে যাচ্ছিল। সে সময় স্থানীয় দুলাল হালদারের জমিতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই ইমন মারা যায়। একই সময় আহত হয় মজিবুর ও আল-আমীন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফাঁদ পাতায় অভিযুক্ত দুলাল হালদার বর্তমানে পলাতক। দুলালের চাচা মুকুন্দ হালদারের ঘর থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওই ফাঁদ পাতায় পুলিশ মুকুন্দকে আটক করেছে বলে জানান ওসি।