জেনে-বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Looks like you've blocked notifications!
এসইসির রজতজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : এনটিভি

পুঁজিবাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সচেতন হয়ে বিনিয়োগ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিশেষভাবে অনুরোধ করব যে কারো কথায় প্ররোচিত না হয়ে নিজে জেনে-বুঝে তারপর পদক্ষেপ নিতে হবে; তারপর বিনিয়োগ করতে হবে।’

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) রজতজয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘সব ধরনের অবকাঠামোগত সুবিধা নিশ্চিতকরণের পাশাপাশি সর্বত্র স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠা করাসহ উল্লেখিত সব কর্মসূচি ও কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে আপনাদের সবাইকে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘আপনারা যাই করেন না কেন, গালিটা খেতে হয় সরকারের। অথচ সরকার এর মধ্যে নাই বলতে গেলে। কিন্তু তার পরেও আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিশেষভাবে অনুরোধ করব যে কারো কথায় প্ররোচিত না হয়ে নিজে জেনে-বুঝে তারপর পদক্ষেপ নিতে হবে; তারপর বিনিয়োগ করতে হবে।’

গত নয় বছরে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে এই ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘প্রবৃদ্ধি যখন উচ্চ থাকে আর মূল্যস্ফীতি যখন নিম্নমুখী থাকে, সেই অর্থনৈতিক সুফলটা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়। কাজেই আমাদের অর্থনৈতিক নীতিমালা এবং আমাদের সবক উন্নয়নমূলক কর্মকাণ্ডের লক্ষ্যটাই হচ্ছে একেবারে তৃণমূল মানুষের ভাগ্য যেন পরিবর্তন হয়। তারা যেন দারিদ্র্যের হার থেকে মুক্তি পায়। তাদের জীবনমান যেন উন্নত হয়। সেদিকে লক্ষ রেখেই আমরা কাজ করে যাচ্ছি। যার ফলে আজ দারিদ্র্যের আগে ৪০ ভাগ ছিল; এখন ২২ ভাগে হ্রাস পেয়েছে। আশা করি, ভবিষ্যতে আমরা আরো কমিয়ে আনতে পারব।’