Beta

সালেক খোকন

প্রাবন্ধিক ও গবেষক

সালেক খোকন একজন প্রাবন্ধিক ও গবেষক।জন্ম ১০ আগস্ট। ঢাকার কাফরুলে। ছোটবেলা থেকেই ঝোঁক লেখালেখি আর সংস্কৃতির প্রতি। নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। যুক্ত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও থিয়েটারের সঙ্গেও। মুক্তিযুদ্ধ, আদিবাসী ও ভ্রমণবিষয়ক লেখায় আগ্রহ বেশি। নিয়মিত লিখছেন দেশের প্রথম সারির দৈনিক, সাপ্তাহিক, ব্লগ এবং অনলাইন পত্রিকায়। তাঁর রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বিভাগে ‘কালি ও কলম’ পুরস্কার লাভ করে। তিনি একজন সফল আলোকচিত্রীও। ইউরোপীয় ইউনিয়ন, প্ল্যান বাংলাদেশ, সিবিএম ইন্টারন্যাশনাল, অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আইআইএসবি আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় ২০১৩ সালে তিনি দ্বিতীয় পুরস্কার অর্জন করেন। স্বপ্ন দেখেন সমাজ পরিবর্তনের। যে সমাজে মানবতা থাকবে সবার ঊর্ধ্বে। মুক্তিযুদ্ধ, আদিবাসী এবং দেশের কৃষ্টি নিয়ে ভিন্ন ধরনের তথ্য ও গবেষণামূলক কাজ করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন। প্রকাশিত গ্রন্থ ১১টি, আদিবাসীবিষয়ক সাতটি ও মুক্তিযুদ্ধবিষয়ক চারটি। নিজের ওয়েবসাইট www.salekkhokon.me।

Advertisement
Advertisement