নির্মলেন্দু গুণ নির্মলেন্দু গুণ

বাংলা ভাষার গুরত্বপূর্ণ কবি। শুধু কবিতাই নয় তিনি রচনা করেছেন ভ্রমণকাহিনী ও আত্মজীবনীমূলক লেখাও। তাঁর আঁকা পেইন্টিং নিয়ে হয়েছে প্রদর্শনী। ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ 'প্রেমাংশুর রক্ত চাই' প্রকাশিত হয়। ১৯৮২ সালে নির্মলেন্দু গুণ বাংলা একাডেমি ও ২০০১ সালে একুশে পদকে ভূষিত হন। নির্মলেন্দু গুণ জন্মগ্রহণ করেছেন ২১ জুন ১৯৪৫ সালে, নেত্রকোণা বারহাট্টার কাশবন গ্রামে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে 'না প্রেমিক না বিপ্লবী', 'চাষাভূষার কাব্য', 'যখন আমি বুকের পাঁজর খুলে দাঁড়াই' প্রভৃতি।