অঞ্জন আচার্য অঞ্জন আচার্য

জন্ম ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড়ের অধুনালুপ্ত লালালজে (স্থানীয় ভাষায় যা পরিচিত ছিল 'লাইলিপট্টি' নামে)। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর শেষে বর্তমানে নিয়োজিত আছেন সাংবাদিকতা পেশায়। সাংবাদিকতা শুরু হয় দৈনিক ভোরের কাগজ, প্রথম আলো, ইত্তেফাক পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে। কথাসাহিত্যিক সেলিনা হোসেন-এর গবেষণা-সহকারী হিসেবে জেন্ডার ও উন্নয়ন বিষয় নিয়ে কাজ করেছেন অনেকদিন। বাংলা একাডেমিতে গবেষণার কাজে নিয়োজিত ছিলেন বিবর্তনমূলক অভিধান প্রকল্পে। এছাড়াও কর্মরত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন-এর বার্তা সম্পাদক হিসেবে। বর্তমানে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সম্পাদকীয় বিভাগে কর্মরত। প্রকাশিত গ্রন্থ : জলের উপর জলছাপ (কাব্যগ্রন্থ), আবছায়া আলো অন্ধকারময় নীল (কাব্যগ্রন্থ), তুমুল কোলাহলে কুড়াই নৈঃশব্দ্য (কাব্যগ্রন্থ), রবীন্দ্রনাথ : জীবনে মৃত্যুর ছায়া (গবেষণা-প্রবন্ধ), আমি মানিক বন্দ্যোপাধ্যায় (আত্মজীবনীমূলক-প্রবন্ধ)।