আহসান হাবীব আহসান হাবীব

বাংলাদেশের একজন জনপ্রিয় কার্টুনশিল্পী এবং রম্য সাহিত্যিক। কমিক বুক লেখাতেও তিনি পথপ্রদর্শক। পল্টু-বিল্টু, পটলা-ক্যাবলা তার কিছু বিখ্যাত কমিক ক্যারেক্টার। তিনি জনপ্রিয় মাসিক রম্য পত্রিকা 'উন্মাদ' এর বর্তমান প্রধান সম্পাদক। এছাড়া বেশকিছু হাস্যরসাত্মক নাটক রচনা করে তিনি সুনাম কুড়িয়েছেন। তিনি জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ এবং মুহম্মদ জাফর ইকবালের সর্বকনিষ্ঠ ভ্রাতা। "ড্যাড অফ বাংলাদেশী কার্টুন", "গ্র্যান্ডফাদার অফ জোকস" আরও নানারকম উপাধিতে তাকে ভূষিত করা হয়েছে। তুরস্ক থেকে 'নাসিরুদ্দিন হোজ্জা' কনটেস্ট , হাভানা কনটেস্টসহ আরও নানা জায়গা থেকে তিনি অসংখ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন।