ইমদাদ হক ইমদাদ হক

ইমদাদ হক। জন্ম ১৯৮৯ সালের ৩০ ডিসেম্বর, নাটোর জেলার বাগাতিপাড়ায়। পড়ালেখা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও লন্ডনের ইউনিভার্সিটি অব হার্ডাসফিল্ডের যৌথ ফেলোশিপ নিয়ে ডিপ্লোমা করেছেন ইয়্যুথ ডেভেলপমেন্ট বিষয়ে। এখন পড়ছেন ঢাকা স্কুল অব ইকোনোমিক্সে মার্স্টার্স ইন অন্ট্রাপ্রিনিউরশিপে। জাতীয় পর্যায়ে টেলিভিশন ও বিভিন্ন সংবাদপত্রে কাজের পর এখন পররাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে কর্মরত। ঘুরে বেড়ানো তার শখ। এই শখ থেকেই ভ্রমণ সাহিত্য নিয়ে নিয়মিত লেখালেখি। তার প্রকাশিত গ্রন্থ ক্যাম্পাস রিপোর্টিং: সাংবাদিকতার হাতেখড়ি এবং সার্বিয়া: শুভ্র শহরের গল্প।