জার্মান এআই অ্যাপে ভারতের চাষিদের মুশকিল আসান

প্রায় সব ক্ষেত্রেই এআই-এর প্রয়োগ বাড়ছে। ভারতের চাষিরা এক জার্মান অ্যাপের মাধ্যমে শস্যের সমস্যা চিহ্নিত করে চটজলদি সমাধান করছেন। ক্ষেতে কোনো গাছ দুর্বল মনে হলেই এই চাষিরা তাঁদের স্মার্টফোন বার করে তার ছবি তুলে সঙ্গে সঙ্গে জেনে যান, সেই গাছের কোনো রোগ আছে কিনা। অ্যাপ প্রয়োজনে ছবি বিশ্লেষণ করে রোগ নিরাময়ে সাহায্য করে।চাষি হিসেবে সন্দীপ শিন্ডে মনে করেন, ‘প্ল্যান্টিক্স শস্যের ডাক্তারের মতো। ঠিক আমার...