ত্বকে সাধারণত যেসব ক্যানসার হয়

ত্বকের ক্যানসার অনেকেরই হয়। ত্বকের ক্যানসারের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৮৩তম পর্বে কথা বলেছেন ডা. মো. মারুফুল ইসলাম।
বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ত্বকে সাধারণত কোন ধরনের ক্যানসারগুলো হয়?
উত্তর : ত্বকের লেশন যাকে বলি, এটি বিনাইন হতে পারে, ম্যালিগনেন্ট হতে পারে। আবার কোনো কোনো জিনিস ক্যানসারে যাবে না। কতগুলো আবার ক্যানসারে চলে যাবে।
আর কিছু রয়েছে ক্যানসারের আগের অবস্থা। ত্বক এমন একটি পর্যায়ে রয়েছে, যেটি বিনাইনও থাকতে পারে। আবার সুযোগ পেলে ম্যালিগনেন্টও হতে পারে। আসলে প্রচলিতভাবে যে তিনটি ক্যানসার সব জায়গায় পাওয়া যায়, সেটি হলো বেজাল সেল কারসিনোমা, স্কোমাসেল কারসিনোমা আর ম্যালিগনেন্ট মেলানোমা। এ তিন ধরনের ক্যানসার আমাদের ত্বকে আমরা সচরাচর দেখতে পাই। এর মধ্যে বেজাল সেল কারসিনোমা যেটি সেটির শতাংশ সবচেয়ে বেশি। প্রায় ৮০ ভাগ রোগী বেজাল সেল কারসিনোমা নিয়ে আসে। আর ১৫ শতাংশ আসে স্কোমাসেল কারসিনোমা নিয়ে। বাংলাদেশে আসলে এর হার মনে হয় বেশি। কারণ, আমাদের সেভাবে পরিসংখ্যান করেনি। আমার মনে হয় এর হার বেশি। আর বাকি পাঁচ ভাগ ম্যালিগনেন্ট মেলানোমা।