বইমেলায় দুলাল সরকারের দুটি বই
দুলাল সরকার কবি হিসেবেই সমধিক পরিচিত। তাঁর কবিতার পরতে পরতে সোঁদামাটির ঘ্রাণ। মা, মাতৃভূমি আর মাটিলব্ধ মানুষের কথা উঠে এসেছে তাঁর কবিতা ও কথাসাহিত্যে। তবে এবার একুশে গ্রন্থমেলায় কবিতাগ্রন্থ নয়, প্রকাশিত হয়েছে তাঁর একটি ছড়াগ্রন্থ ও একটি উপন্যাস।
‘ছড়া ভরা তারা’ শিরোনামে বইটি প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা দোলন। লিটল ম্যাগ চত্বরের ৪০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
ছড়ার বইটি প্রসঙ্গে দুলাল সরকার বলেন, শিশু মন একটি আনন্দ কানন। কত রঙ বেরঙের ফুল ও প্রজাপতি সেখানে। ছড়া সেই ফুল। তাতে মনের প্রজাপতি উড়ে বেড়ায়। বইটির ছড়াগুলোও শিশু কাননের ফুল। ওদের ছোট্ট মনে আনন্দ দেবার জন্যই এগুলো লেখা। পড়লে শিশুরা নিশ্চয়ই আনন্দ পাবে।’
দ্বিতীয় বই ‘হেনার মুক্তিযুদ্ধ’। এটি তাঁর চতুর্থ উপন্যাস। জল-বাংলার এক দরিদ্র পরিবারের একমাত্র উপার্জন-সক্ষম পুরুষ সুবল। আষাঢ়-শ্রাবণে বিলাঞ্চলে শাপলাপানা ও জলে ডোবা আউশ আমনের শরীর আঁকড়ে কত শামুক। নাও বাইতে গেলে টুকটাক শব্দ হয়। লেখক সেই হারিয়ে যাওয়া গ্রাম বাংলার শামুক আর নৌকার শব্দ তার কুশলী কলমে তুলে এনেছেন।
জীবিকা নির্বাহের জন্য এসব শামুক কুড়িয়ে বিক্রির জন্য নৌকায় তোলে সুবল। সেই টাকায় সংসার চলে। দোলন ও মনাকে পড়ায়। ওরা ভালো ছাত্র। বাবার কষ্ট বোঝে। এর মধ্যে এই পরিবারের সঙ্গে যুক্ত জয় দোলনের বন্ধু হেনা। উভয় উভয়ের পরিপূরক হয়ে ওঠে। হেনা ধনী পরিবারের সন্তান। ভালো ছাত্রী। এই অসম শ্রেণি-বিভাজিত সমাজে তাদের ভালোবাসা কীভাবে ফুটে উঠবে? উপন্যাসে তার কাব্যময় প্রকাশ ঘটেছে।
মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হলেও স্বাপ্নিক মুক্তিযোদ্ধা দোলন আর ফেরে না। হেনার আকুল অপেক্ষা। একজন যুদ্ধজয়ী মুক্তিযোদ্ধার স্বপ্ন কি শুধুই দেশ স্বাধীন করা? সেই প্রশ্নের উত্তর মিলবে এই উপন্যাসে। কবি প্রকাশনী প্রকাশিত বইটি পাওয়া যাবে মেলার ৬৩-৬৪ নম্বর স্টলে। বইটির প্রচ্ছদশিল্পী মোস্তাফিজ কারিগর। মূল্য ২৫০ টাকা।
দুলাল সরকারের জন্ম মাদারীপুর জেলার সমৃদ্ধ শশিকর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে কবিতা তথা সাহিত্যের টানে পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় দ্বিতীয়বার স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
সাফল্যের সাথে শিক্ষকতা করেছেন স্বনামখ্যাত শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগে। নটরডেম কলেজেও পাঠদান করেছেন কিছুদিন। কবি জসীম উদ্দীন পুরস্কার পান ১৯৯৬ সালে। ২০১২ সালে পান গাংচিল সাহিত্য পুরস্কার। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ : আছে প্রেম আছে ক্রোধ; আমি বিরুদ্ধে দাঁড়াবো; নারীকে ছোঁব না, ফুলকে ছোঁব না; আজ দোয়েলের জন্মোৎসব; লজ্জিত সুন্দর; যে মেঘে রোদের রেণু; আউশের নীলজল; আগুনের ডালপালা; ভালোবাসার পদাবলি; স্বপ্ন চূর্ণ মেঘ; কবিতা সংগ্রহ; তীরবিদ্ধ অন্ধকার; জলের প্রচ্ছদ। প্রকাশিত উপন্যাস : ও ধরিত্রী ও মানুষ; ক্ষরণ; একটি বকুল গাছ ও আমার একাত্তর।