করোনাকালের ভয়াবহ স্মৃতির ঐতিহাসিক দলিল ‘করোনাপঞ্জি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে স্বপ্ন ’৭১ প্রকাশনের আয়োজনে শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ‘করোনাপঞ্জি’র ওপর আলোচনা হয়। লেখার পরতে পরতে ছড়িয়ে থাকা বার্তা, ধরন, গুণগত মান তুলে ধরে লেখিকার সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন আলোচকরা।সারা বিশ্ব যখন করোনার ভয়াল থাবায় ঘরবন্দি তখন লেখক ফারাহ জাবিন শাম্মী কিছুটা সামাজিক দায়বদ্ধতা থেকেই করোনা সময়ের ঘটনাগুলো রোজনামচার আকারে লিপিবদ্ধ করা শুরু করেন।...