আবার আঘাত হানল মসুলের স্নাইপার
আবার আঘাত হানল মসুলের রহস্যময় বন্দুকধারী বা স্নাইপার। আইএসের অনেক শীর্ষ নেতাকে হত্যার পর সম্প্রতি ইসলামিক স্টেটের (আইএস) এক খুনিকে হত্যার পর আবার আলোচনায় এসেছে এই স্নাইপার।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, এর আগে চলতি বছরের শুরুর দিকে একের পর এক আইএস নেতা রহস্যজনক স্নাইপারের গুলিতে নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে আলোচনায় এসেছিল এই যোদ্ধার কথা। সম্প্রতি ইরাকের মসুলের ব্যস্ত রাস্তায় এক কিশোরকে গলা কেটে হত্যা করতে যাচ্ছিলেন এক আইএস খুনি। কিন্তু যেই ওই কিশোরের গলায় ছুরি বসিয়েছেন অমনি দূর থেকে চালানো এক গুলিতে উড়ে গেল ওই খুনির মাথা। ঘটনার আকস্মিকতায় অনেকেই হতভম্ব। আর তখনই কিশোরটি হাত বাঁধা অবস্থায় দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায়।
ডেইলি স্টার জানিয়েছে, ঘটনার সময়ে আশপাশে আইএসের যোদ্ধাদের অনেকেই মজুদ ছিলেন। কিন্তু অনেক খুঁজেও কোথা থেকে গুলি চলেছে তা বের করতে পারেনি তারা।
এর আগেও ইরাকের মসুলে ‘ভৌতিক স্নাইপার’ এর গুলিতে হিসেবে প্রাণ হারিয়েছিলেন অনেক আইএস নেতা। সেই সময়েও অনেক খুঁজে ওই স্নাইপারকে খুঁজে বের করতে পারেনি আইএস। এ ছাড়া ওই স্নাইপার ঘাতক পুরুষ না নারী, দেশ কোথায় কিছুই জানতে পারেনি না আইএস। তবে এইটুকু তখন বোঝা গিয়েছিল, তালিকা ধরে ধরে এগোচ্ছে ওই ‘স্নাইপার’।
এর আগেও ওই রহস্যজনক স্নাইপার সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে কেউ বলছেন, ব্যক্তিটি একজন পুরুষ যোদ্ধা। লিবিয়ার মিসরাতার বাসিন্দা হতে পারে সে। হয়তো সে-ই আইএসের কাছ থেকে নিজের মাতৃভূমি রক্ষা করতে চায়। আবার কেউ বলছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কেউ হতে পারে ওই ‘স্নাইপার।’