প্রশ্ন শুনে সবার সামনে কাঁদলেন মোদি
সাক্ষাৎকার দেওয়ার সময় সবার সামনে কেঁদে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী টাইমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
কিছুদিন আগে টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় আম আদমি পার্টির সমাবেশে কৃষকের আত্মহত্যা প্রসঙ্গে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন দলটির নেতা আশুতোষ।
ভারতের সংবাদমাধ্যম বলছে, নরেন্দ্র মোদিই সম্ভবত প্রথম প্রধানমন্ত্রী যিনি সাক্ষাৎকার দেওয়ার সময় সবার সামনে কাঁদলেন।
কয়েকদিন আগে বিখ্যাত সাময়িকী টাইম-এর পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয়, কোন জিনিসটি তাঁর ব্যক্তিজীবন ও নেতা জীবনকে প্রভাবিত করেছে? প্রশ্নটি শুনেই চোখ দিয়ে পানি ঝরতে থাকে মোদির। কণ্ঠ কাঁপতে থাকে। কাঁদতে কাঁদতে তিনি জবাব দেন, ‘দারিদ্র্য’।
সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া জানায়, টাইম ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যাটি (৭ মে) মোদিকে নিয়ে করা হয়েছে। পরিচিত সেই কুর্তা পরিহিত মোদির ছবি দিয়ে করা হয়েছে সাময়িকীটির প্রচ্ছদ। প্রচ্ছদ প্রতিবেদনে রয়েছে মোদি কীভাবে ভারতকে বদলে দিতে চান তার বিস্তারিত। পাশাপাশি আছে দীর্ঘ এক সাক্ষাৎকার।
দুই ঘণ্টার সাক্ষাৎকারটি নিয়েছেন টাইম সম্পাদক ন্যান্সি গিবস, এশিয়া সম্পাদক জোহের আবদুল করিম ও এশিয়া ব্যুরোপ্রধান নিখিল কুমার। এতে মোদি ভারত নিয়ে ভাবনা, গণতন্ত্র-স্বৈরতন্ত্র এবং উন্নয়ন থেকে শুরু করে কূটনীতি, সন্ত্রাসবাদ অনেক বিষয় নিয়েই কথা বলেছেন।