বুট্রোস-ঘালির জীবনাবসান
জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস-ঘালি মারা গেছেন বলে আজ মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে।
বুট্রোস-ঘালির বয়স হয়েছিল ৯৩ বছর। মিসরের রাজধানীর কায়রোর হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ও ভেনেজুয়েলার রাষ্ট্রদূত রাফায়েল দারিও রামিরেজ কারেনো বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
মিসরের নাগরিক বুট্রোস ঘালি ১৯৯২ থেকে ১৯৯৬ সালের মধ্যে জাতিসংঘপ্রধানের দায়িত্ব পালন করেন। নিরাপত্তা পরিষদ তাঁর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করেছে।
গত বৃহস্পতিবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ফোন করে বুট্রোস-ঘালির সুস্থতা কামনা করেন এবং দেশের পক্ষে কাজ করার জন্য ধন্যবাদ জানান।