হাসপাতালেই থাকছেন সালাহ উদ্দিন
আদালতের নির্দেশে ভারতের মেঘালয়ের নেগ্রিমস হাসপাতালে চিকিৎসা চলছে বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদের। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে তাঁর বেশকিছু পরীক্ষা করা হয়েছে। আগামী ১০ জুন আদালতে তোলার আগ পর্যন্ত তাঁকে হাসপাতালেই রাখা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গতকাল বুধবার সালাহ উদ্দিন আহমেদকে ১৪ দিনের জন্য বিচারিক হেফাজতে নেওয়া হয়। বুধবার শিলংয়ের মুখ্য বিচারিক হাকিম কে এম এল নোংব্রি এ সংক্রান্ত আদেশ দেন।
শিলংয়ে অবস্থান করা সাংবাদিক সুব্রত আচার্য্য এনটিভি অনলাইনকে বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি নন, তাঁকে নেগ্রিমস হাসপাতালের জরুরি বিভাগে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে। আদালত হাসপাতালকে সালাহ উদ্দিনের হৃদযন্ত্র, কিডনিসহ শারীরিক বিষয়গুলো সঠিকভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ১০ জুন আদালতে হাজিরা দেওয়ার আগ পর্যন্ত তিনি এ হাসপাতালেই থাকবেন বলে তাঁর আদেশের কপিতে দেখতে পেয়েছি।’
এদিকে সালাহ উদ্দিনের আইনজীবী এস পি মোহান্তা দ্য শিলং টাইমসকে বলেন, বুকে ব্যথা ও ঘুমের সমস্যার কারণে আদালত তাঁকে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সালাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, তিনি বুকের ব্যথায় ভুগছেন। চিকিৎসাসেবা দেওয়ায় তিনি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
গত মঙ্গলবার পুলিশ সদর থানায় সালাহ উদ্দিনকে মেঘালয়ে অনুপ্রবেশের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।