লকডাউনে ত্রাণ দিতে গিয়ে জঙ্গিদের হাতে ৫ ত্রাণকর্মী খুন
লকডাউনের সময় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাতে গিয়ে নিখোঁজ হন পাঁচ ত্রাণকর্মী। গতকাল বুধবার তাদের খোঁজ মিলল একটি ভিডিওতে।
সেখানে দেখা যায়, তাদের হাঁটু মুড়ে বসিয়ে লাল কাপড়ে চোখ বেঁধে গুলি করে হত্যা করছে জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ায়। কেউ এখনো দায় না স্বীকার করলেও প্রশাসনের প্রাথমিক অনুমান, বড় অঙ্কের ক্ষতিপূরণের উদ্দেশ্যে জঙ্গি সংগঠন বোকো হারাম এ কাজ করেছে।
সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, গত জুনে ত্রাণ সংস্থার ওই পাঁচ কর্মী নাইজেরিয়ার উত্তরপূর্বাংশের প্রত্যন্ত অঞ্চলে লকডাউনের সময় মানুষদের কাছে পানি, খাবার এবং ওষুধপত্র পৌঁছাতে গিয়েছিলেন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন লুকা ফিলিবাস, আবদুল রহমান বুলামা এবং তাদের তিন সহকর্মী। তারা সবাই নাইজেরিয়ার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এবং আন্তর্জাতিক চারটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ করতেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে সম্প্রচারিত ওই ভিডিও ফুটেজে পাঁচ কর্মীর পিছনে সামরিক পোশাকে পাঁচ অপহরণকারীকে মুখে রুমাল বাঁধা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পুরো ঘটনার নিন্দা প্রকাশ করে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহম্মাদু বুহারির দপ্তরের তরফ থেকে মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করা হয়েছে।
উল্লেখ্য, ওই পাঁচজনকে মোনডোঙ্গো থেকে মাইদুগুরি যাওয়ার প্রধান সড়ক থেকে অপহরণ করা হয়েছিল। ওই সড়কেই গত ডিসেম্বরেও আরো চার ত্রাণকর্মীকে হত্যা করেছিল জঙ্গিরা।