পারলেন না ফেদেরার, শিরোপা জোকোভিচের
রোম মাস্টার্সে আরো একবার ব্যর্থ হলেন রজার ফেদেরার। এই নিয়ে চারবার ফাইনালে উঠলেও এই প্রতিযোগিতায় শিরোপাজয়ের স্বাদ পেলেন না সুইস তারকা। ফাইনালে তাঁকে ৬-৪, ৬-৩ গেমে সহজে হারিয়ে শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। এই নিয়ে চতুর্থবারের মতো রোম মাস্টার্সের শিরোপা জিতলেন ‘জোকার’। আর এই বছরে এটি ছিল তাঁর পঞ্চম শিরোপা।
অস্ট্রেলিয়ান ওপেন, ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি ওপেন ও মন্টে কার্লো মাস্টার্স জয়ের পর ক্লে কোর্টের রোম মাস্টার্সেও জয় পেলেন এই সার্বিয়ান তারকা। ফলে এক সপ্তাহ পরে শুরু হতে যাওয়া মৌসুমের দ্বিতীয় গ্রান্ডস্ল্যাম, ফ্রেঞ্চ ওপেনে নিশ্চয়ই অংশ নিতে পারবেন বেশ আত্মবিশ্বাস নিয়ে। সেটা বলেছেন জোকোভিচ নিজেও, ‘এখন পর্যন্ত এটা আমার ক্যারিয়ারের সেরা মৌসুম। ফ্রেঞ্চ ওপেনে শেষপর্যন্ত কী হবে জানি না। কিন্তু আমি আত্মবিশ্বাসী। আমি খুব মনোযোগ দিয়ে খেলতে পারছি। আশা করছি এটা ধরে রাখতে পারব।’
এর আগে ফেদেরার-জোকোভিচের মুখোমুখি ৩৮টি লড়াইয়ে ফেদেরার জিতেছিলেন ২০টিতে। ১৮টিতে জয় পেয়েছিলেন জোকোভিচ। এবার সেই ব্যবধানটা ২০-১৯ এ নিয়ে এসেছেন টেনিস র্যাংকিংয়ের শীর্ষ এই খেলোয়াড়।
মেয়েদের এককে শিরোপা জিতেছেন মারিয়া শারাপোভা। স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে হারিয়ে তৃতীয়বারের মতো রোম মাস্টার্সের শিরোপা হাতে তুলেছেন এই রাশিয়ান তারকা।