জোহানেসবার্গ টেস্টের অসি দলে রেনশো

কেপটাউন টেস্টের বল টেম্পারিং ইস্যুতে জর্জরিত অস্ট্রেলিয়ার ক্রিকেট। এবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের অস্ট্রেলিয়া দলে হঠাৎই ডাক পেলেন ব্যাটসম্যান ম্যাট রেনশো। সদ্যই ‘সাবেক অধিনায়ক’ বনে যাওয়া স্টিভেন স্মিথের এক টেস্ট নিষেধাজ্ঞা থাকায় তিনি নামতে পারছেন না জোহানেসবার্গে।
অস্ট্রেলিয়া সিরিজে বলের আকৃতি নষ্ট করার অপরাধে আইসিসি ম্যাচ ফির শতভাগ জরিমানাসহ স্মিথকে নিষিদ্ধ করেছে এক টেস্টের জন্য। দলের অন্যতম নির্ভরশীল এই ব্যাটসম্যানের অভাবটা রেনশোকে দিয়েই পুষিয়ে নিতে চাইছে হয়তো বা অস্ট্রেলিয়া দল।
চাইবেই বা না কেন, শেফিল্ড শিল্ডে রেনশো রয়েছেন ফর্মের তুঙ্গে। রাজ্যদল কুইন্সল্যান্ডের হয়ে বাঁহাতি এই তরুণ হাঁকিয়েছেন টানা তিন শতক। তাই শিল্ড ট্রফি চলাকালেই সোজা দক্ষিণ আফ্রিকায় উড়ে আসার নির্দেশ পেয়েছেন রেনশো।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই অভিষেক হয়েছিল রেনশোর। আর শেষবার টেস্টের জার্সিতে মাঠে নেমছিলেন বাংলাদেশেই। চট্টগ্রামের সে টেস্ট অস্ট্রেলিয়া জিতলেও রেনশোর ব্যাট হাসেনি পুরো সিরিজে। বাজে ফর্মের জন্য বাদ পড়েছেন অ্যাশেজের অস্ট্রেলিয়া দল থেকেও।
মজার ব্যাপার হলো, এই রেনশোর বদলেই অ্যাশেজের লড়াইয়ে দলে ঢুকেছিলেন ‘বল টেম্পারিং’-কাণ্ডের মূল নায়ক ক্যামেরন ব্যানক্রফট। স্মিথের বদলে দলে অন্তর্ভুক্তি হলেও ব্যানক্রফটের জায়গায়ও দেখা মিলতে পারে রেনশোর। সে ক্ষেত্রে স্মিথের পরিবর্তে একাদশে ঢুকতে পারেন পিটার হ্যান্ডসকম্ব।
দারুণ জয়ে সিরিজ শুরু করেও টানা দুই টেস্ট হেরে অস্ট্রেলিয়া রয়েছে সিরিজ হারের শঙ্কায়। শুক্রবার থেকে মাঠে গড়াতে যাওয়া সিরিজের চতুর্থ ও শেষ টেস্টই তাই অতিথিদের জন্য সমতায় সিরিজে ইতি টানার সেরা সুযোগ। অবশ্য বিতর্কে জর্জর অসি দলটা নতুন করে কতটা নিজেদের গুছিয়ে নিতে পারে, সেটাই দেখার বিষয়।