সিলেট সিক্সার্সের কোচ হচ্ছেন ওয়াকার

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস ২০০৪ সালে জাতীয় দলকে বিদায় জানালেও ক্রিকেটকে আঁকড়ে রেখেছেন। পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এর আগে দুই মেয়াদে ছিলেন বোলিং কোচও। ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই সুলতান অব সুইং।
পাকিস্তানের সাবেক এই সুপারস্টার এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (আইপিএল) সিলেট সিক্সার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। ২০১৮ ও ২০১৯ মৌসুমে সিলেটের হয়ে কাজ করবেন এই সাবেক তারকা পেসার।
ওয়াকার বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের ডিরেক্টর অব ক্রিকেট ও বোলিং কোচ হিসেবে কাজ করছেন। ডিন জোন্সকে সঙ্গে নিয়ে দলটিকে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে দিয়েছেন তিনি।
সিলেট দলের প্রধান কোচ হয়ে দারুণ খুশি ওয়াকার। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ একটি ক্রিকেটপ্রেমী জাতি এবং এখানে কাজ করাটা দারুণ আনন্দের হবে। তারা ক্রিকেটে সেরা আট দলের মধ্যে উঠে এসেছে। তাদের ক্রিকেটের উন্নতিতে ভূমিকা রাখতে পারা খুবই আনন্দের হবে।’
গত বিপিএলে ওয়াকার সিলেটের শুভেচ্ছাদূত ও পরামর্শক হিসেবে কাজ করেছেন। এ বছর তিনি জাফরুল এহসানের স্থলাভিষিক্ত হয়েছেন। তাঁকে কোচ হিসেবে পেয়ে দলটির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ খুবই খুশি। তিনি বলেন, ‘গত বছরও আমরা দলের সঙ্গে পেয়েছিলাম তাঁকে। তবে তাঁকে ভূমিকায় পেতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত তিনি দলের প্রধান কোচ হতে রাজি হয়েছেন, এরচেয়ে আনন্দের আর কী আছে!’