জাতীয় দলে ফিরবেন বুফন?

শত শত ক্যামেরা খুঁজছে তাঁকে, আর তিনি চোখের পানি লুকাতে ব্যস্ত। বাঁধভাঙা স্রোতকে কিছুতেই থামাতে পারছেন না। এমন দৃশ্যই দেখা গেছে গত নভেম্বরে বিশ্বকাপের প্লে-অফ ম্যাচের দ্বিতীয় লেগে। ওই ম্যাচে সুইডেনের বিপক্ষে ইতালি মুখোমুখি হয়েছিল। প্লে-অফের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরে যায় ইতালি। তাই দ্বিতীয় লেগ ড্র করেও ৫০ বছর পর বিশ্বকাপের মূল পর্ব থেকে বাদ পড়ে যায় চারবারের বিশ্বকাপজয়ীরা।
ইতালির বাদ পড়ায় নিজের আবেগকে ধরে রাখতে পারেননি বর্ষীয়ান ফুটবলার জিয়ানলুইজি বুফন। অভিমানে মাঠেই চোখের জলে বিদায় জানান আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারকে।
বিশ্বকাপের পর ৪০ বছর বয়সী তারকা বিদায় নেবেন, এমনটাই ধারণা করা হয়েছিল। তবে তাঁর বিদায়টা যে এভাবে হবে, জানা ছিল না কারো। ইতালির বাদ পড়ায় যতটা না সমর্থকদের মনে আঘাত লেগেছে, তার চেয়েও বেশি কষ্ট পেয়েছেন এমনভাবে গোলরক্ষক বুফনের বিদায়ে।
বুফনের এভাবে বিদায় মানতে পারেনি ইতালীয় ফুটবল ফেডারেশনও। তাই তো ২০ বছর ধরে জাতীয় ফুটবল দলকে আঁকড়ে থাকা কিংবদন্তিকে আবারও জাতীয় দলে ফেরার আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির অন্তর্বর্তীকালীন কোচ লুইজি ডি বিয়াজিও।
আগামী মার্চে ইংল্যান্ড ও আর্জেন্টিনার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইতালি। এই ম্যাচ দুটি সামনে রেখে বুফনকে জাতীয় দলে ফেরার প্রস্তাব দিয়েছেন বিয়াজিও।
এ ব্যাপারে বিয়াজিও সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি বুফনকে প্রস্তাব দিয়েছি জাতীয় দলের হয়ে আরো কিছু ম্যাচ খেলতে। কারণ, তাঁর মতো একজন ফুটবলারের বিদায় সুইডেনের মতো বাজে ম্যাচের মাধ্যমে শেষ হতে পারে না।’
জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দিলেও এখনো সবুজসংকেত দেননি এই সফল গোলরক্ষক। ইতালির হয়ে সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপ, দুটি কনফেডারেশন কাপ এবং চারটি ইউরো কাপ খেলার রেকর্ড রয়েছে জুভেন্টাসের এই গোলরক্ষকের।