মোহামেডানকে উড়িয়ে দিল আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচটিকে ধরা হচ্ছিল হাই-ভোল্টেজ হিসেবেই। তবে মাঠের লড়াইয়ে পাত্তাই পায়নি মোহামেডান। একচেটিয়া প্রাধান্য বিস্তার করে আবাহনী ম্যাচ জিতে নিয়েছে ১১২ রানের বড় ব্যবধানে। টুর্নামেন্টে এই নিয়ে টানা ষষ্ঠ জয় পেল নীল-আকাশি শিবির। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও আবাহনীরই।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী ২৫৯ রান করে। জবাব দিতে নেমে সাদা-কালোর শিবির ইনিংস গুটিয়ে নেয় ১৪৭ রানে।
প্রথমে ব্যাট করা আবাহনীকে অর্ধশতক হাঁকিয়ে এগিয়ে দেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয়। ৮১ বলে ৬৩ রান সংগ্রহ করে ফিরে যান বিজয়। ৪৭ রানে ফেরেন মোহাম্মদ মিঠুনও। এরপর হঠাৎই একটু নড়বড়ে দেখায় আবাহনীকে।
অবশ্য দলনায়ক নাসির হোসেন সামনে থেকেই নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যান দলকে। ৭৩ বলে ৬৭ রানের দারুণ একটি ইনিংসে আবাহনীকে এনে দেন চ্যালেঞ্জিং পুঁজি। মাশরাফি বিন মুর্তজাও ব্যাটে ঝড় তুলে খেলেন ১৭ বলে ২৬ রানের ইনিংস। মোহামেডানের হয়ে মোহাম্মদ আজিম তুলে নেন তিন উইকেট।
পাল্টা জবাবে মাশরাফির তোপের সামনে দাঁড়াতেই পারেনি মোহামেডান টপঅর্ডাররা। অধিনায়ক শামসুর রহমানের ৪০ ও উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদারের ৩৫ রান ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি আবাহনীর বোলিংয়ের সামনে।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি তুলে নিয়েছেন তিন উইকেট। সমান তিন উইকেট গেছে মেহেদী হাসান মিরাজের ঝুলিতেও। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়।