জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ আফগানিস্তানের

এক দিকে চলছে আফগানিস্তানের উত্তরণের গল্প, অন্যদিকে জিম্বাবুয়ের ব্যর্থতার গল্প। দুই ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর এবার ওয়ানডে সিরিজও নিজেদের দখলে নিয়ে নিয়েছে দারুন ফর্মে থাকা আফগানিস্তান দল।
শুক্রবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে আসগর বাহিনী।
শারজায় টসে জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ডানহাতি বোলার মুজিব উর রহমানের বোলিং তান্ডবে মাত্র ৭৫ রানেই পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। টেলর সতর্ক হয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৩০ রান করে তিনিও ফিরে যান। ক্রেগ অরভিন এক প্রান্ত আগলে রাখলেও অন্যরা সামিল হয়েছিলেন আসা- যাওয়ার মিছিলে। জিম্বাবুয়ের পক্ষে অরভিন সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন। ক্যারিয়ারের সপ্তম ম্যাচে এসে দুর্দান্ত বোলিং করেন মুজিব উর রহমান। পাঁচ উইকেট নিয়ে প্রায় একাই ধ্বস নামান জিম্বাবুয়ের ব্যাটিং শিবিরে। ফলে জিম্বাবুয়ের ইনিংস থামে ১৩৪ রানে।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ ও ইহসানউল্লাহর ব্যাটিংয়ের উপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। দুই ওপেনারই অর্ধ শতকের দেখা পান। শেজদাহ ৭৪ বলে ৭৫ এবং ইহসানউল্লাহ ৫৩ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। ফলে আফগানিস্তান জয় পায় ১০ উইকেটে। ম্যাচ সেরা নির্বাচিত হন মুজিব।