আইসিসির প্রথম নারী পরিচালক নুয়ি

গত বছর আইসিসি প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল। ১৭ জন পরিচালক নিয়ে বোর্ডের সম্প্রসারণ করতে চেয়েছিল, যার মধ্যে থাকার কথা আইসিসি চেয়ারম্যান, ১২ জন পূর্ণ সদস্য, তিনজন সহযোগী, একজন স্বাধীন পরিচালক, যাকে অবশ্যই নারী হতে হবে। তারই অংশ হিসেবে আইসিসি প্রথম নারী পরিচালক নিয়োগ দিয়েছে। পেপসি কোম্পানির পরিচালক ও সিইও ইন্দ্রা নুয়ি এই পদের জন্য নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার আইসিসির এক মিটিংয়ে নুয়িকে নির্বাচিত করা হয় এবং তিনি ২০১৮ সালের জুন থেকে বোর্ডে যোগদান করবেন।
গত বছরের নভেম্বরে এ পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। সিএনএনের তালিকায় ২০১৬ সালের ২৬তম ক্ষমতাধর নারী ব্যবসায়ী ইন্দ্রা নতুন দায়িত্বে উচ্ছ্বসিত, ‘আমি ক্রিকেট খেলা ভালোবাসি। ছোটবেলায় আমি কলেজে খেলেছিলাম। এই খেলা আমাকে সততা, সম্মান ও দলগতভাবে কাজ করতে শিখিয়েছে। প্রথম ব্যক্তি হিসেবে এই ভূমিকায় আইসিসিতে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত।’
আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর নুয়িকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘আমরা নুয়িকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। একজন স্বাধীন পরিচালক, যিনি কি না আমাদের এগিয়ে নিতে সহযোগিতা করবেন।’
নুয়ির প্রশংসা করে শশাঙ্ক বলেন, ‘তিনি বর্তমান ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি বর্তমানে বিশ্বের বড় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করেন।’
দুই বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন নুয়ি। মেয়াদ শেষ হওয়ার পর আরো দুই দফা তাঁর পুনর্নিয়োগের সুযোগ থাকবে।