সিরিজ জয়ে আশাবাদী বাংলাদেশ

টেস্ট ফরম্যাটে বাংলাদেশের চেয়ে বরাবরই এগিয়ে শ্রীলঙ্কা, তা বলার অপেক্ষা রাখে না। তা ছাড়া পরিসংখ্যানও লঙ্কানদেরই পক্ষে। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে হারের মুখ থেকে দলকে টেনে তুলে ড্র করেছে টাইগাররা। স্বাভাবিকভাবেই বেশ ফুরফুরে মেজাজে মুশফিক-মুমিনুলরা। আত্মবিশ্বাসী টাইগার দল তাই সিরিজ নির্ধারণী ম্যাচে জয় চাইতেই পারে। যেমনটা শোনা গেল সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠে।
আগামীকাল বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার মুশফিকুর রহিম মনে করেন, সিরিজ জয়ের দারুণ সুযোগ বাংলাদেশের সামনে।
আত্মবিশ্বাসী মুশফিক বলেন, ‘চট্টগ্রাম টেস্টে আমাদের বেশ কিছু ইতিবাচক অর্জন রয়েছে। অতীতে আমরা এমন জায়গা থেকে বেশ কিছু ম্যাচ হেরেছি। এটা আমাদের অনেক বড় প্রাপ্তি, আমরা টেস্ট ম্যাচটি ড্র করেছি। এমন সাফল্য আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল।’
দলের ব্যাটসম্যানদের প্রশংসা করে সাবেক এই অধিনায়ক বলেন, ‘সে ম্যাচে লিটন দাস ও মুমিনুল হকের (দ্বিতীয় ইনিংসের) জুটিটা অসাধারণ ছিল। আমরা হয়তো খুব বেশি ভালো বোলিং করতে পারিনি। বোলাররা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। সব মিলিয়ে চট্টগ্রামে দারুণ খেলেছি। আমরা মুখিয়ে আছি ঢাকায় ভালো কিছু করতে। আমাদের সুযোগ ১-০ ব্যবধানে সিরিজ জয়ের।’
চট্টগ্রাম টেস্টে বোলারদের জন্য বাড়তি কোনো সুবিধা ছিল না। তবে মুশফিক মনে করেন, মিরপুরের পিচ অন্য রকম হতে পারে। তা ছাড়া বাংলাদেশের বোলিং শিবিরও আস্থা রাখার মতো। বাংলাদেশের বোলিং, ব্যাটিংয়ের বর্তমান পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দলের নির্ভরযোগ্য এই তারকা।