আজ নেইমার-রোনালদোর জন্মদিন

একজন স্প্যানিশ লিগে, আরেকজন ফরাসি লিগে- দুজনই দুটি ভিন্ন ক্লাবের হয়ে মাতাচ্ছেন মাঠ। তাঁদের দুজনের মধ্যে মিল খুব বেশি না থাকলেও একটি ব্যাপারে তাঁদের দারুণ মিল। দুজনের জন্মদিন একই দিনে। বলা হচ্ছে পর্তুগালের তারকা ফুটবলার রোনালদো এবং ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারের কথা।
আজ ৫ ফেব্রুয়ারি দুজনের জন্মদিন। নেইমার পা রাখলেন ২৫-এ, আর রোনালদো ৩৩-এ।
পর্তুগালের মাদেইরা শহরে ১৯৮৫ সালে রোনালদো জন্মগ্রহণ করেন। মা-বাবা নাম রেখেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে মিল রেখে। ফুটবলার হওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়েই মাত্র ১২ বছর বয়সে খেলা শুরু করেন স্পোর্টিং দ্য লিসবনে। একপর্যায়ে মাদেইরা থেকে পরিবার-পরিজন ছেড়ে চলে আসেন। এরপরের গল্পটা শুধুই এগিয়ে চলার। ২০০৩-এ যোগ দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে ছয় বছর কাটিয়ে ২০০৯-এ গায়ে চাপান রিয়াল মাদ্রিদের জার্সি। বর্তমানে রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসার নাম রোনালদো। এরই মধ্যে পাঁচটি ব্যালন ডি’অর নিজের করে নিয়েছেন সময়ের অন্যতম সেরা এই তারকা।
অন্যদিকে মাত্র ৯ বছর বয়সে পেলের স্মৃতিবিজড়িত ক্লাব সান্তোসে নাম লেখান নেইমার জুনিয়র। ২০১৩ মৌসুমে সান্তোস ছেড়ে যোগ দেন স্বপ্নের ক্লাব বার্সেলোনায়। তবে নিজের স্বপ্নের ক্লাব ছেড়ে গত মৌসুমে ট্রান্সফার মার্কেটে রেকর্ড গড়ে প্যারিস-সেইন্ট-জার্মেইনে (পিএসজি) নাম লেখান এই তারকা।